ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে গত ২৭.০৮.২০২০ইং তারিখে যমুনা ব্যাংক লিমিটেড এর ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মাানিত চেয়ারম্যান জনাব ফজলুর রহমান। এছাড়াও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি-এর চেয়ারম্যান জনাব মোঃ বেলাল হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রহমান সরকার, পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ, ব্যাংকের কোম্পানী সচিব জনাব এম.এ.রউফ এবং বহিঃ নিরীক্ষক কোম্পানীর প্রতিনিধিসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ ভার্চ্যুয়ালী বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহন করেন।
সভায় ২০১৯ সালের শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন করা হয়। এছাড়াও উক্ত সভায় ব্যাংকের সংঘ-স্মারক ও সংঘ বিধির কতিপয় ধারার সংশোধন/সংযোজন/বিয়োজনের জন্য স্পেশাল রেজুলেশন অনুমোদন করা হয়।