বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশের সব অঞ্চল ও স্থানে বিদ্যুতের সুষম উন্নয়ন ও বণ্টন নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশে যত দ্রুত বিদ্যুতায়ন নিশ্চিত হবে, উন্নয়নও তত দ্রুত ঘটবে। মুজিববর্ষে আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের সব গ্রিড অঞ্চলে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী সোমবার রাজশাহীর অফগ্রিড অঞ্চল তথা পদ্মার চরাঞ্চলগুলোয় নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেডের (নেসকো) নিজস্ব অর্থায়নে হোম সোলার সিস্টেম স্থাপন কার্যক্রমের উদ্বোধনকালে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাজশাহীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ চলমান রয়েছে। স্মার্ট মিটার, স্মার্ট গ্রিড, স্ক্যাডা, ইআরপি, আধুনিক ট্রান্সফরমার সিস্টেম, ভূগর্ভস্থ ক্যাবল সিস্টেম প্রভৃতি স্থাপনের মাধ্যমে দেশের প্রতি কোণে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেয়ার কাজ চলছে। এতে প্রতিদিন বিদ্যুৎ সেবার আওতা বাড়ছে। দুর্গম অঞ্চলের মানুষও বিদ্যুৎ সেবা পাচ্ছেন। হোম সোলার সিস্টেম ব্যবহারে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। রাজশাহীর চরাঞ্চল, দুর্গম এলাকায় সোলার হোম সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সেবা ইতোমধ্যে পৌঁছে গেছে।
নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান একেএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী-৩ এর সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামসহ নেসকোর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও এলাকার জনপ্রতিনিধিরা।
সুত্রঃ যুগান্তর।