রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় নবজাতকের মৃত্যুর পর মা মাহবুবা রহমান আঁখিও মারা গেছেন। রাজধানীর ল্যাবএইড হাসাপাতালে আজ রোববার (১৮ জুন) দুপুর পৌনে দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনা তদন্তে হাসপাতালটি পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল। এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটিতে সবধরনের অপারেশন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহা চিকিৎসা সেবায় থাকতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৬ জুন) বিকেলে অধিপ্তরের উপপরিচালক ডা. আবু হোসেন মঈনুল আহসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিদর্শন শেষে এ নির্দেশ দেয়।