হাইকোর্ট কর্মকর্তা হাসান গাজীকে ফোনে মেরে ফেলার হুমকি দিয়েছে বাবুগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির উদ্দিন ও কোতয়োলী থানার অধীন বাবুবাজার পুলিশ ফাড়ি ঢাকা এর ASI বশির উদ্দিন দুই ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসী রেজা মোল্লা। হাসান গাজী পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা ।
নাসির উদ্দিন, বশির উদ্দিন ও রেজা মোল্লা ভুক্তভোগী হাসান গাজীর একই গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী হাসান গাজীর সাথে আলাপকালে জানা যায়, নাসির উদ্দিন ও বশির উদ্দিন দের সাথে দীর্ঘদীন ধরে হাসান গাজীর পরিবারের জমি জমা নিয়ে ঝামেলা চলছিল। এতে হাসান গাজী ও তার পরিবারের সদস্যদের শায়েস্তা করার জন্য স্থানীয় সন্ত্রাসী রেজা মোল্লা পিতাঃ আজিজ মোল্লাকে টাকা দিয়ে পেলে আসছিল নাসির ও বশির। তারা স্থানে উপস্থিত থেকে না থেকে রেজাকে দিয়ে হাসানের পরিবারের উপর বিভিন্ন রকম অন্যায় অবিচার মূলক কাজ করিয়ে আসছিল।
এ বিষয়ে হাসান গাজী মানুষের কাছে বিচার চাওয়ায় উক্ত হুমকির ঘটনা ঘটে। গত ০৯/০৯/২০২২ খ্রি. তারিখ বিকাল ০৫:৩৪ মিনিটে রেজা মোল্লা ০১৭৪৬-৮১৩১০৯ নাম্বার থেকে ফোন করে এ ধরনের হুমকি দেয়। এ সংকান্ত একটি অডিও রেকর্ড হাসান গাজীর কাছ থেকে নেওয়া হয়েছে। এতে রেজা মোল্লা কর্তৃক হাসান গাজীকে বাউফলে আসলে মেরে ফেলা, রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করা, মিথ্যা মামলা দিয়ে ফাসানো, পুলিশ দিয়ে ধরানো সহ নানাবিধ অভিযোগ রয়েছে। তাছাড়া অন্য একটি ফোনে বাড়িতে না পেলে ঢাকায় হাসান গাজীর কর্মস্থলে এসেও তাকে মারার অভিযোগ রয়েছে রেজা মোল্লা, নাসির ও বশিরের বিরুদ্ধে।
এ বিষয়ে পরিত্রাণ পেতে নাসির, বশির ও রেজা মোল্লার নামে হাসান গাজী র্যাপিড আকশন ব্যাটালিয়ন (RAB) বরাবর অভিযোগ ও শাহবাগ থানা ঢাকায় একটি সাধারন ডায়েরী করেছেন।
এ বিষয়ে নাসির, বশির ও রেজা মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা তা অস্বীকার করে।
উল্লেখ্য যে, রেজা কর্তৃক উল্লেখিত উৎপাতের বিষয়ে আলামিন মৃধা, রহমান মৃধা, রহিম মৃধা, আলালদ্দিন মৃধা, খালেক মৃধা, ইউনুস সরদার, খালেক গাজী সহ এলাকার অনেকেই প্রত্যক্ষ স্বাক্ষী রয়েছে।