বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে বিদেশী বিনিয়োগকে আরো উৎসাহিত করার লক্ষ্যে এবং সিএসই এর বাল্ক ও ফরেন উইন্ডোর লেনদেনকে ত্বরানি¦ত করার উদ্দেশ্যে
চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই) তিন মাসব্যাপী প্রোমোশনাল প্রোগ্রাম এর ঘোষণা প্রদান করেছে। এই প্রোগ্রামের আওতায় আগামী নভেম্বর ২০২০ থেকে
জানুয়ারী ২০২১ পর্যন্ত, সিএসই এর ট্রেক হোল্ডারদের জন্য বাল্ক এবং ফরেন উইন্ডোতে ট্রেড করলে কমিশন চার্জ সম্পূর্ণ ফি অর্থাৎ এই সময়ের মধ্যে সিএসই এর বাল্ক এবং ফরেন উইন্ডোর মাধ্যমে ট্রেড করলে এক্সচেঞ্জ ট্রেক হোল্ডারদের কাছ থেকে কোন কমিশন চার্জ গ্রহন করবে না। সিএসই বিশ্বাস করে যে, এই প্রোগ্রামের মাধ্যমে ট্রেকরা তাদের লেনদেনের ব্যাপারে বিশেষ আগ্রহী হবে এবং সিএসইসহ পুঁজিবাজারে লেনদেনের সুযোগ আরো বেড়ে যাবে। একইসাথে ট্রেকদের ব্যবসা করার সুযোগ তরান্বিত হবে।