ফিফার জুন উইন্ডোতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বাংলাদেশ সফরে আসার কথা ছিল। লিওনেল মেসিদের ঢাকা সফরের আলোচনা অনেকদূর এগোলেও শেষপর্যন্ত মাঠ সংকটের কারণে তা ভেস্তে গেছে। এদিকে বিশ্বজয়ী আর্জেন্টিনা দল না আসলেও বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অপ্রতিম ভালোবাসার কথা কারোই অজানা নয়। গেল কাতার বিশ্বকাপে আলবিসেলেস্তেদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বিশ্ব মিডিয়ায় প্রশংসা কুড়ান বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। তাই কলকাতা সফরে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ঢাকায় আসবেন মার্তিনেজ।