সারাদিন ব্যাপি ফ্লেইম বয়েজ ক্লাবের ব্যবস্থাপনায় হ্যান্ডবল স্টেডিয়ামে ২৪টি দল নিয়ে ফ্লেইম বয়েজ ক্লাব ফুটসাল প্রতিযোগিতা -২০২০অনুষ্ঠিত হয়। ৮টি গ্রুপে ভাগ
হয়ে ৮টি দল কোয়ার্টার ফাইনালে উঠে। ৪টি দল সেমি-ফাইনালে উঠে।ফ্লেইম বয়েজ এ’ এবং ফ্লেইম বয়েজ‘সি’ এর মধ্যে ফ্লেইম বয়েজ‘এ’ ০৬-০১ গোলে জয়লাভ করে ।দ্বিতীয় সেমি-ফাইনালে গ্রেগরিয়ান গেলাক্টিকস ০৬-০১ গোলে স্কোয়াড্রন দলকে হারিয়ে ফাইনালে উঠে। ফাইনালে ফ্লেইম বয়েজ ক্লাব ০৪-০০ গ্রেগরিয়ান গেলাক্টিকস দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয় জন্টজ ও সর্বোচ্চ গোলদাতা সাফায়েত।চ্যাম্পিয়ন দলকে ট্রফি
,মেডেল এবং ৬০০০ টাকা প্রাইজ মানি এবং রানার-আপ দলকে ট্রফি ,মেডেল এবং ৪০০০ টাকা প্রাইজ মানি প্রদান করা হয়। সমাপণী অনুষ্ঠানে কিছু প্রদর্শনী অনুষ্ঠিত হয় ,সাইকেল স্ট্যান্ট,ফুটবল নিয়ে কলাকৌশল,নৃত্যসঙ্গীত।প্রধান অতিথি হিসাবে জনাব শহিদুল্লাহ মিনু(প্যানেল মেয়র,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন,বিশেষ অতিথি হিসেবে মোঃআজাদ রহমান(সাবেক ফিফা রেফারী)এবং ফ্লেইম বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ সমাপণী অনুষ্ঠানে থেকে বিজয়ী এবং বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।