সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দু¯’ ও শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল প্রদান করেছে পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ উপলক্ষে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে কম্বলের নমুনা তুলে দেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। এসময় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে উপ¯ি’ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, পূবালী ব্যাংক লিমিটেড সামাজিক কর্মকান্ডের প্রতি পূর্ণমাত্রায় দায়বদ্ধ। এই দায়বদ্ধতা সমাজের বৃহত্তর স্বার্থে নিবেদিত। পূবালী ব্যাংক লিমিটেড অতীতেও দেশের যে কোন জাতীয় দুর্যোগ মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এসেছে।