জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (অর্থমন্ত্রণালয়) নির্দেশিত কর্মসূচির আওতায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও কাজী আলমগীর এর উদ্যোগে নেত্রকোণা জেলার মদন উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ব্যাংকের জেনারেল ম্যানেজার ড. সৈয়দ মোহাম্মাদ মোয়াজ্জাম হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার এস. এম. সিরাজুল ইসলাম, মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।