লিগ ওয়ানে অ্যাজাক্সিওর বিপক্ষে বড় জয় পায় পিএসজি। সেই ম্যাচে যখনই মেসির পায়ে বল গেছে, তখনই দুয়ো দিয়েছে ক্লাবটির সমর্থকরা। ৫-০ গোলে পিএসজি জয় পাওয়ার দিনে গোল পাননি মেসি। কঠিন এই সময়ে মেসি পাশে পেয়েছেন ক্লাব সতীর্থ, ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে।
চোটের কারণে মাঠের বাইরে থাকা পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মেসিকে সমর্থন দিতে গ্যালারিতে বসে ফোনে যুক্ত করেছেন তাদের আরেক বন্ধু লুইস সুয়ারেজকেও। মনে হচ্ছিল যেন বার্সেলোনার সেই বিখ্যাত এমএসএন ত্রয়ী আবার এক হয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সুয়ারেজের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে নেইমার লিখেন, ‘একসঙ্গে আমাদের বন্ধু লিওনেল মেসিকে দেখছি।’ নেইমারের সেই পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সুয়ারেজও। উরুগুয়ের তারকা এই ফুটবলার লিখেন, ‘আমি সব সময় গ্রেটদের সম্মান করি।’