বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠন ‘বাংলাদেশ পাবলিকবিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)’ এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দন জানিয়েছেন বেগম রোকেয়াবিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাসেম শিখদারকে সভাপতি এবং বাংলাদেশ
কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনুকে সাধারণ সম্পাদক করে
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) এর কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা
হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর, ২০২০) বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) এর সভাপতি ও
সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) এর কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সাহিত্য ও
সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়, রংপুর এর জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী
পরিচালক মোঃ এহতেরামুল হক। এক অভিনন্দন বার্তায় জনসংযোগ পেশার উৎকর্ষ সাধন এবং দক্ষ জনসংযোগ কর্মকর্তা ক্সতরিতে
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন বেরোবি
ভাইস-চ্যান্সেলর।