বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫

কে হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী? ‘শেখ হাসিনা’ নাকি ‘তারেক রহমান’!

পাঠক প্রিয়

বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি)’র মহাসচিব ড. সুফি সাগর সামস্ বলেন, ‘যদি জনগণ দেশের প্রধানমন্ত্রী বেছে নেওয়ার জন্য আপনাদেরকে দায়িত্ব প্রদান করেন তাহলে আপনারা কী তা গ্রহণ করবেন?’ সুফি সামস্ বলেন, প্রধানমন্ত্রী পদের প্রার্থী হবেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান’। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে  এটি দেশের ১৯ কোটি মানুষের প্রশ্ন। আপনারা রাজনৈতিক সচেতন এবং বিচক্ষণ ব্যক্তি। যদি আপনারা সঠিক প্রধানমন্ত্রী বেছে নিতে পারেন তাহলে দেশের জনগণও তাদের সঠিক প্রধানমন্ত্রী বেছে নিতে পারবে বলে আমার বিশ্বাস।

বিএইচপির পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুুল্লা থানা শাখার কার্যনির্বাহী কমিটির সঙ্গে কেন্দ্রীয় কমিটির এক মতবিনিময় সভায় ড. সুফি এ কথা বলেন। প্রেসিডিয়াম সদস্য মোঃ ফজলুল বারীর সভাপতিত্বে ফতুল্লা থানা শাখার সভাপতি মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে ১২ নভেম্বর  অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচপির মহাসচিব ড. সুফি সাগর সামস্। বিরাজমান রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুফি সাগর সামস্ বলেন, মনে করুন দেশের জনগণ এই দায়িত্ব এককভাবে আপনাদেরকে দিয়েছে। জনগণের পক্ষ থেকে আপনারা সিদ্ধান্ত দেবেন, কাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবেন। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে বিশেষভাবে বিবেচনায় নিতে হবে যে বিষয়টি তা হলো, দলের নেতৃত্ব দেওয়া আর রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া এক বিষয় নয়। বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন, তাঁর একটা বিশাল অভিজ্ঞতা আছে। তিনি প্রার্থী হলে বিএনপির সমর্থকদের প্রধানমন্ত্রী হিসেবে তাকে বেছে নেওয়ার বিষয়টি তাদের জন্য সহজ হতো। কিন্তু তিনি অসুস্থ। তিনি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হতে পারবেন না। আগামী নির্বাচনে এই বিষয়গুলো বিএনপির নেতাকর্মী, ভোটার ও সমর্থকদের বিবেচনায় নিতে হবে।
বর্তমান প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সম্মুখ করে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে একমাত্র যোগ্য প্রার্থী হবেন, তারেক রহমান। কিন্তু রাষ্ট্রপরিচালনায় তার কোনো অভিজ্ঞতা নেই। অপর পক্ষে রাষ্ট্র পরিচালনায় প্রায় ১৯ বছরের বিশাল অভিজ্ঞতাসম্পন্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ এবং দেশের জনগণের জন্য কাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবে জনগণ? কে আমাদের জন্য মঙ্গলময় হবেন? শেখ হাসিনা, নাকি তারেক রহমান?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বব্যাপী চরম অস্থিরতা বিদ্যমান রয়েছে। সর্বত্র তীব্র জ্বালানি সংকট। খাদ্যদ্রব্যের মূল্যস্ফিতি লাগামহীন! অসাধু ব্যবসায়ী আর দুর্নীতিপরায়ণ কর্মকর্তারা অপ্রতিরোধ্য! দেশব্যাপী বিদ্যুৎ সংকট বিদ্যমান রয়েছে। আমদানি রপ্তানির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অর্থপাচার। বিগত ১৬ বছরে পাচার হয়েছে, ১১ লাখ কোটি টাকা। ডলারের বিপরীতে মুদ্রার মান কমেছে ব্যাপক হারে। ১০ শতাংশের বেশি দরপতন হয়েছে ৩০টি দেশে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে আশঙ্কাজনক হারে। ঋণের বোঝা বাড়ার ঝুঁকিতেও রয়েছে বাংলাদেশ।
জাতিসংঘ বলেছে, বিশ্ব এক ভয়াবহ আর্থিক মন্দার মধ্যে অবস্থান করছে। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্ব অর্থনীতি এখন প্রবল ঢেউয়ে দুলছে। অর্থনীতি স্বাভাবিক করতে সম্মিলিত চেষ্টা করতে হবে। গত তিন বছরে একের পর এক আঘাত এসেছে অর্থনীতিতে। ভূরাজনৈতিক সংকটের কারণে এগুলো মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে।
এমতাবস্থায়, দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে জনগণকে এই বিষয়সমূহ বিবেচনায় নিতে হবে। জনগণকে বিচক্ষণ, বিজ্ঞ ও প্রজ্ঞাবান প্রধানমন্ত্রী বেছে নিতে হবে। এই ক্ষেত্রে ভুল করা যাবে না। অন্ধ সমর্থন নয়, জনগণকে ভোটদানে সতর্ক হতে হবে। জনগণ প্রধানমন্ত্রী হিসেবে কাকে বেছে নেব? দেশের ৯০ ভাগ গরিবদুঃখী শোষিত বঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য কে হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী?
অনেক সময় ধরে চিন্তািভাবনা চুল-ছেঁড়া বিচার-বিশ্লেষণ করে বাস্তবতার নিরিখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার জন্য পরামর্শ দেন মত বিনিমিয় সভায় উপস্থিত নেতাকর্মীবৃন্দ।
সভায় এক মানবাধিকার কর্মী আসক এর পরিচালক মনি মোহন বিশ^াস বলেন, নির্ভুল পরামর্শ দিয়েছেন এই রাজনৈতিক নেতৃবৃন্দ। উপস্থিত নেতাকর্মরা তাদের দলের বিষয়য়ে কট্টর, তবে অন্ধ সমর্থক নন। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দল নির্বাচনে জয়লাভ করলে খালেদা জিয়া হবেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। কিন্তু তারা দু’জনই আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত। তারা কীভাবে নির্বাচন করবেন? এই বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেন নি। বিষয়টি বিএনপিকে স্পষ্ট করতে হবে।
অপর এক আলোচক বলেন, তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষকে সহ্য করতে পারেন না। তিনি যদি আগামী দিনের প্রধানমন্ত্রী হন তাহলে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার মত ধ্বংসাত্মক হত্যালীলা প্রত্যক্ষ করার আশঙ্কায় থাকতে হবে। বাংলাদেশ হবে, দুর্নীতি আর স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক জঙ্গিবাদী তালেবানী স্বর্গরাজ্য।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, বিএইচপির ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান চিশতী, যুগ্ম মহাসচিব ফররুখ আহমেদ খসরু, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, ইব্রাহিম খলিল বাদল, দপ্তর সম্পাদক খুরশিদ আলম সরকার, ফতুল্লা থানা শাখার নেতৃবৃন্দ মোঃ আবু সাইদ, মোঃ সালাউদ্দিন, মোঃ বেলায়েত হোসেন, মোঃ আফজাল রহমান, মোঃ মিজানুর রহমান ও মোঃ আব্বাস আলী।

-প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস (বিসিআর) এর যাত্রা শুরু

মার্কিন যুক্তরাষ্ট্র- বাংলাদেশ সম্পর্ক ইস্যুতে আরও কিভাবে শক্তিশালী সম্পর্ক স্থাপনের পাশাপাশি উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে কাজ করা...

ইহলৌকিক ও পারলৌকিক জীবনে রোজা

মোঃ সহিদুল ইসলাম: ইসলামের মূল ভিত্তি পাঁচটি। পাঁচটি ভিত্তির একটি হলো রোজা। এটি মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো...

যমুনা ব্যাংক এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ কর্মসূচী

সাম্প্রতিক যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ-২০২৫ কর্মসূচীর অংশ হিসাবে রাজশাহী জেলার একটি অভিজাত হোটেলে শিক্ষার্থী, এসএমই এবং নারী উদ্যোক্তাদের নিয়ে একটি...

স্বাধীনতা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ...

আনন্দময় ঈদ উৎসব

মোঃ সহিদুল ইসলাম: ঈদ আরবি শব্দ। যার অর্থ খুশি, আনন্দ, অনুষ্ঠান, উৎসব, পর্ব ইত্যাদি। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে...

জনপ্রিয় সংবাদ

সিভি এবং চাকুরী আবেদনের কিছু প্রয়োজনীয় টিপস

মানবসম্পদ বিভাগে কাজ করার বদৌলতে প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখে পরতে হয়। যার অধিকাংশই আসে সিভিকে কেন্দ্র করে। আমি সিরিজ আকারে সিভি এবং ক্যারিয়ার...

মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে তুরাগ থানা ছাত্রলীগ

তুরাগ থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আরিফ হাসান জানায়, গত ১১-০৮-২০২০ তারিখে ’আমার প্রাণের বাংলাদেশ’ নামক পত্রিকার অনলাইন সংস্করণে ‘রাজধানীর উত্তরা যুবলীগ নেতা নাজমুল হাসান...

 ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পদে নিয়োগ জোরদার করলো মেটলাইফ বাংলাদেশ

ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যোগদানে আগ্রহী প্রার্থীদের জন্য ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম উন্মোচন করেছে মেটলাইফ বাংলাদেশে। অনন্য এই ডিজিটাল প্ল্যাটফর্ম আগ্রহী প্রার্থীদেরকে বাসা থেকেই ওয়েবসাইটের মাধ্যমে...

২৩ কোটি বছরের পুরনো হিরকখণ্ড উদ্ধার!

দেখতে কি সুন্দর হিরকখণ্ডটি । শুক্রবার রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরক খণ্ডটি। এখনও স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ...
Verified by MonsterInsights