গ্রাহকদের জন্য ৬৪ টাকায় ৪ জিবি ডাটার অফার আনল বন্ধুদের ১ নম্বর নেটওয়ার্ক এয়ারটেল। চলমান করোনা মহামারীতে বন্ধুরা যেন ঘরে বসেই সবসময় যোগাযোগ করতে পারেন এজন্য এ অফারটি এনেছে অপারেটরটি।
গ্রাহকরা ৬৪ টাকা রিচার্জ করে এই আকর্ষণীয় ডেটা অফারটি উপভোগ করতে পারবেন পারবেন । অফারের মেয়াদ ৪ দিন; এর আওতায় ৩ জিবি নিয়মিত ডাটা এবং ১ জিবি ফোরজি ডাটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এয়ারটেলের সকল প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য। রবি’র ব্র্যান্ড এয়ারটেল সম্পর্কে: ভারতী এন্টারপ্রাইজের একটি আর্ন্তজাতিক ব্র্যান্ড ‘এয়ারটেল’ গ্রাহক সংখ্যার দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। ২০১৬ সালের ২৮ জানুয়ারি মালয়েশিয়ার আজিয়াটা গ্রæপ ও ভারতের ভারতী এন্টারপ্রাইজ বাংলাদেশে পরিচালিত তাদের কার্যক্রম একীভূতকরণের বিষয়ে একমত হয়। এরপর মাননীয় উ”চ আদালতের সম্মতিক্রমে একীভূত কোম্পানি হিসাবে ১৬ নভেম্বর, ২০১৬ হতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে রবি। রবি- এয়ারটেল একীভূতকরণের অংশ হিসেবে এয়ারটেল’কে তার একটি ব্যান্ড হিসেবে পরিচালিত করার অনুমোদন পেয়েছে রবি। ০১৬ নম্বর সিরিজ ব্যবহারকারী গ্রাহকরা এয়ারটেল ব্র্যান্ডের অন্তর্ভূক্ত।ম রবি সম্পর্কে: এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি আজিয়াটা গ্রæপ বারহাদের (মালয়েশিয়া) একটি কোম্পানি হ”েছ রবি আজিয়াটা লিমিটেড (রবি)। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোরায় মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দেয়ার জন্য ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। কোম্পানিটিতে ভারতী এয়ারটেলেরও অংশীদারিত্ব রয়েছে।