আগামী কাল শুরু হতে যাচ্ছে জনসচেতনতা করোনা কাপ রাগবী টুর্নামেন্ট। আগামী কাল সকাল ১১ টায় খেলাটি উদ্ধোধন করবেন প্রধান অতিথি থেকে সচিব জনাব মোঃ মাসুদ করিম, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিকাল ৪ টায় উক্ত সমাপনী খেলার অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ রাগবী ফেডারেশন (ইউনিয়ন) এর সভাপতি মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন (এম.পি)।
চারটি দল নিয়ে সামাজিক বিধিনিষেধ মেনে খেলোয়াড়দের সুরক্ষা করে করোনা কাপ রাগবী অনুষ্ঠিত হতে যা”েছ। সরকারের বিধি নিদের্শ মেনে খেলাটি অনুষ্ঠিত হবে। এই খেলায় চারটি দল অংশগ্রহন করবে। দলগুলো – বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, ফ্লেম বয়েস এবং ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব।
এছাড়াও আগামীকাল ৭ই সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকা হতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় সারাদিন ব্যাপী বাংলাদেশ রাগবী ফেডারেশন (ইউনিয়ন) এর পক্ষ থেকে করোনা সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। সাধারন মানুষদেরকে মাস্ক, হ্যান্ড গøাভস ও হাত ধোয়ার মাধম্যে করোনা সচেতন করা হবে।