এশিয়ান জুনিয়র ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপস-২০২০, অনলাইন দাবা এর বালিকা বিভাগে বাংলাদেশের মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম পঞ্চদশ স্থান পেয়েছেন। আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় দুপুর ১২-০০ বিকাল ৫-১৫ পর্যন্ত সময়ে অনুষ্ঠিত এ অনলাইন দাবা ইভেন্টে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ৭ টি জোনের বাছাইকৃত ২১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। মহিলা ফিদে মাস্টার নোশিন ৯ খেলায় ৪ পয়েন্ট অর্জন করেন।
তিনি ৪ খেলায় শ্রীলংকার দাহামপ্রিয়া দেবনেথমাই ও নিউজিল্যান্ডের তিন খেলোয়াড় নিং ইশাবেল ইজুয়ান, যোসেফ রিতিকা ও গান এমিলির বিরুদ্ধে জয়ী হন এবং ৫ টি খেলায় মঙ্গোলিয়ার মহিলা আন্তর্জাতিক মাস্টার তুরমুখ, চিনের বাই জুই, তাজিকিস্তানের সাবরিনা, ইন্দোনেশিয়ার মহিলা ফিদে মাস্টার তেরেসা ও ভারতের আঙ্কার কাছে হেরে যান। খেলা শুরু পূর্বে বিশ^ দাবা সংস্থার প্রেসিডেন্ট আরকাদি দভোরকোভিচ ও এশিয়ান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসাম আল তাহির অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বালিকা বিভাগে চিনের মহিলা আন্তর্জাতিক মাস্টার নিং কাইয়ু ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন একই পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে মঙ্গোলিয়ার মহিলা আন্তর্জাতিক মাস্টার মনখজুল তুরমুখ রানার-আপ ও ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার অর্পিতা মুখার্জী তৃতীয় হন। চ্যাম্পিয়ন নিং কাইয়ু সাড়ে সাত শত মার্কিন ডলার ও স্বর্ন পদক, রানার-আপ তুরমুখ পাঁচ শত মার্কিন ডলার ও রৌপ্য পদক এবং তৃতীয় অর্পিতা আড়াই শত মার্কিন ডলার ও ব্রোঞ্জ পদক পন।
এ ইভেন্টে উপ প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশের আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ। আগামীকাল ৪ ঠা জুন বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২-০০ টা হতে ওপেন বিভাগের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষে ওপেন বিভাগে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া চূড়ান্ত পর্বে খেলবেন। ওপেন ভিবাগের চূড়ান্ত পর্বে ৫ জন গ্র্যান্ড মাস্টার ও ৬ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ২১ খেলোয়াড় অংশগ্রহণ করবেন।-প্রেস রিলিজ