বাংলাদেশে ‘হোলসিম ওয়াটার প্রটেক্ট্#৩৯; নামে পানি প্রতিরোধী বিশেষায়িত সিমেন্ট বাজারে এনেছে দেশের নেতৃ¯’ানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। গতকাল রোবাবার (২৯ নভেম্বর ২০২০) ডিজিটাল মাধ্যম এর সাহায্যে এই নতুন এই পণ্যের উদ্বোধন করেন কোম্পানিটির প্রধান নির্বাহি কর্মকর্তা রাজেশ সুরানা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান। লাফার্জহোলসিম বাংলাদেশ এর নিজস্ব পণ্য উদ্ভাবনী ও উৎপাদন সুবিধা এবং লাফার্জহোলসিম গ্রæপের সার্বিক তত্ত¡াবধানে হোলসিম ওয়াটার প্রটেক্ট নামের
বিশেষায়িত এই সিমেন্ট উদ্ভাবন করা হয়েছে এবং বাংলাদেশ এর আবহাওয়ার কথা চিন্তা করে এই সিমেন্টকে কাস্টমাইজড করা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে লাফার্জহোলসিম গ্রæপের স্মার্ট বেøন্ড টেকনোলজি। নতুন এই সিমেন্ট দেয়ালের ড্যাম্প ও স্যাঁতসেঁতে জনিত সমস্যা রোধে অত্যন্ত কার্যকরী। এটা পানি প্রতিরোধী সিমেন্ট যা একটি অবকাঠামোর ছাদ, ভিত্তি, দেয়াল এবং কলামের শক্তি বাড়িয়ে একটি দীর্ঘ¯’ায়ী ও শক্তিশালী অবকাঠামোর নিশ্চয়তা প্রদান করবে।
অনুষ্ঠানে রাজেশ সুরানা বলেন, “বাংলাদেশের গ্রাহকদের জন্য আমাদের প্রিমিয়াম এই সিমেন্ট ব্র্যান্ড উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রতিনিয়ত গ্রাহকদের সাথে যোগযোগ, গবেষণা এবং অবকাঠামোতে পানির কারণে ক্ষতির পরিমানের চিন্তা করেই এমন একটি পণ্য উদ্ভাবনে আমরা কাজ করছিলাম। আমরা আশা করছি বৃষ্টিবহুল এই দেশে এখন থেকে আমাদের স্বপ্নের বাড়িতে ড্যাম্প কিংবা স্যাঁতসেঁতে জনিত আর কোন সমস্যা
থাকবে না।” হোলসিম ওয়াটার প্রটেক্ট উদ্বোধনের মাধ্যমে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকের নিকট আরো এক ধাপ এগিয়ে গেল লাফার্জহোলসিম বাংলাদেশ। সুইজারল্যান্ড ভিত্তিক বিশে^র এক নম্বর নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিমের অঙ্গপ্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশের বাজারে ‘হোলসিম ওয়াটার প্রটেক্ট’ ছাড়াও, ‘হোলসিম ¯ট্রং স্ট্রাকচার’ এবং ‘সুপারক্রিট’ কোম্পানিটির অত্যন্ত সুপরিচিত দুটি সিমেন্ট ব্র্যান্ড।