ডান হাতের আঙুলের ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান। যে কারণে সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। অন্তত পাঁচ-ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
তাই টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে খেলতে পারবেন না। তবে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজে সাকিবকে পাওয়ার আশার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।