দেশের বিভিন্ন জেলা/থানা শাখার ন্যায় সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া সদর শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কোম্পানীর চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান।
বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদরে সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের এই শাখার শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় শীঘ্রই আমাদের এই সেবা গ্রহণ করতে পারবেন। এই শাখাগুলোর মাধ্যমে দেশের বেকার সমস্যা সমাধানে আমাদের প্রতিষ্ঠান সহায়ক হবে। তিনি আরো বলেন- ন্যায্যমূল্যে মানুষের দৌরগোড়ায় সেবা প্রদানের লক্ষ্যে সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস সারাদেশে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের পরিপূর্ণ তথ্য-প্রযুক্তি ব্যবহারের কারণে গ্রাহক সহজে দ্রুত সেবা পাবেন । ইনশাআল্লাহ সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া শাখা এজেন্ট মোঃ রফিকুল ইসলাম অপুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কালিবাড়ী রোড কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ তারিক মাহমুদ তুহীন, সাপ্তাহিক তিতাসের সম্পাদক রেজাউল করিম, মোঃ নাসিম খান, সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমূখ। বিশেষ অতিথির বক্তব্যে এড. মোহাম্মদ তারিক মাহমুদ তুহীন বলেন, আমরা আশাকরি দেশের অন্যান্য কুরিয়ার সার্ভিসের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার জনগণ উত্তম সেবা গ্রহণ করতে পারবেন। এই শাখাগুলোর মাধ্যমে দেশের অনেক বেকার সমস্যার সমাধান হবে