“সরকারের মাস্ক পরার প্রজ্ঞাপন জারী করার উপলক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ ও রাগবী ফেডারেশনের যৌথ উদ্দেগ্য জনগনকে সচেতন করার লক্ষে করোনকালে ৭ম বারের মত কমসূচী গ্রহন”
করোনাকালে ৭ম বারের মত মাস্ক বিতরন কমসূচী গ্রহন করেছে বাংলাদেশ রাগবী ফেডারেশন (ইউনিয়ন) ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
আজ ৩১ই আগষ্ট, সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ৩নং গেইটে সম্মুখে প্রায় ২০০ মানুষকে মাস্ক, হ্যান্ড গøাভস ও হ্যান্ড সানিটাইজার বিতরন করার মাধম্যে করোনা সচেতন কার্যক্রম সম্পন্ন করা হয়। করোনাকালে ইতিমধ্যে ছয় বারের মত মাস্ক, হ্যান্ড গøাভস ও হ্যান্ড সানিটাইজার বিতরন করা হয়েছিল উল্লেখ্য স্থানগুলো গুলিস্তান, সদরঘাট, মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাস স্ট্যান্ড এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে।
আজকে ৭ম বার করোনা সচেতন কর্মসূচী গ্রহন করা হল। আগামীতে বাংলাদেশ রাগবী ফেডারেশন (ইউনিয়ন) করোনা সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করবে।