ঘূর্ণিঝড় মোখায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সহায়তার জন্য আড়াই লাখ মার্কিন ডলার প্রদান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ বুধবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
রাষ্ট্রদূত বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ।’
গত ১৪ মে ঘূর্ণিঝড় ‘মোখা’ মিয়ানমার ও বাংলাদেশে আঘাত হানে। এতে উপকূলীয় এলাকায় বসবাসরত প্রায় অর্ধলাখ বাংলাদেশি এবং শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গারা ক্ষতিগ্রস্ত হয়।
বিগত পাঁচ দশকের অংশীদারিত্বে দুর্যোগপূর্ব প্রস্তুতি ও মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে যুক্তরাষ্ট্র।