তুরাগ থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আরিফ হাসান জানায়,
গত ১১-০৮-২০২০ তারিখে ’আমার প্রাণের বাংলাদেশ’ নামক পত্রিকার অনলাইন সংস্করণে ‘রাজধানীর উত্তরা যুবলীগ নেতা নাজমুল হাসান পলাতক; আনোয়ার ফেন্সিডিল সহ আটক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। সংবাদটির মধ্যে এমন সব কল্পকাহিনী তার বিরুদ্ধে
উপস্থাপন করা হয়েছে যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত ও তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়। উক্ত প্রতিবেদনে তাকে মাদক ব্যবসার অন্যতম সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা তার বিরুদ্ধে এক নগ্ন মিথ্যাচার। সংবাদে আরও বলা হয়ছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তারা তার বাড়ীতে অভিযান চালিয়েছে, যা প্রতিবেদকের মনগড়া রিপোর্টের চরম বর্হিঃপ্রকাশ। আরিফ জানায় ‘এটি অত্যন্ত দুঃখজনক’। ’আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং রাজনৈতিকভাবে সমাজে প্রতিষ্ঠিত। একই সাথে পারিবারিক ও ব্যক্তিগত পর্যায়ে আমি আর্থিকভাবে স্বচ্ছল। সমাজ ধ্বংসকারী মাদক কিংবা মাদক ব্যবসার সাথে ইতিপূর্বে আমার সম্পৃক্ততা ছিলনা এবং বর্তমানেও নেই’, আরিফ উল্লেখ করে।
উল্লেখ্য, এর আগেও উল্লেখিত পত্রিকায় আরিফের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছিল। এ বিষয়ে ওই পত্রিকা (আমার প্রাণের বাংলাদেশ) -এর সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুনকে আরিফ ফোন দিলে, বিষয়গুলোর ব্যাপারে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। আরিফ জানায়, কতিপয় স্বার্থান্বেষী মহলের কু-প্ররোচনায় তার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটি পক্ষ অপপ্রচারে লিপ্ত রয়েছে। আরিফ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘোষণা করে যে, উক্ত সংবাদে বর্ণিত বিষয়টির সাথে তার কোনরূপ সম্পৃক্ততা/সংশ্লিষ্টতা নেই।
-প্রেস বিজ্ঞপ্তি।