সেন্টার ফর গভার্নেন্স, পলিসি, এন্ড এডভোকেসি (সিজিপিএ) -একটি অলাভজনক, গবেষণাধর্মী, এবং শিক্ষামূলক প্রতিষ্ঠান যা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সেবাধর্মী ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানের গবেষক ও ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত। এ প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য দীর্ঘ এক মাস ব্যাপী “সামাজিক গবেষণা সম্পর্কিত প্রশিক্ষণ” শিরোনামে একটি কোর্স চালু করেছে। এ কোর্সটি ১লা জুলাই থেকে জুলাই ৩১, ২০২০ খ্রি. তারিখ পর্যন্ত ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে গবেষণা প্রস্তাবনা, গবেষণা পদ্ধতি, গবেষণার গুণগত ও পরিমাণগত পদ্ধতি, নমুনায়ন, গবেষণা প্রবন্ধ পর্যালোচনা, তথ্য ও উপাত্ত সংগ্রহের পদ্ধতিসমূহ, গবেষণা রিপোর্ট লেখার পদ্ধতি, এবং জার্নাল প্রকাশনা সম্পর্কে আলোকপাত করা হবে।
কোর্স সমন্বয়ক হিসেবে ড. মোঃ নাজিরুল ইসলাম সরকার, সহযোগী অধ্যাপক, নেইজিয়াং নরমাল ইউনিভার্সিটি, চীন, মোঃ হাবিবুর রহমান, গবেষক, ৬০ ডিসেবল ইনক. যুক্তরাষ্ট্র, কাজী আবু সালেহ, সহকারী ব্যবস্থাপক (গবেষণা), টিআইবি, মুহাম্মদ শিহাব উদ্দিন, রিসার্চ ফেলো, সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ, এবং মহিউদ্দীন খান আল আমিন, রিসার্চ অফিসার, আইসিডিডিআর,বি দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে ঢাবি, চবি, জাবি, জবি, রাবি, কুবি, বিইউপি, শাবি, ঢামেক, বাউবি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ভারতের রাভেনেস্ব ইউনির্ভার্সিটি, এবং চীনের শেনজেন ইউনিভার্সিটির একশত জনের বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
সমাজ ও জাতীয় উন্নয়নকল্পে গবেষণার বিকল্প নেই বিধায় এ কোর্সটি উচ্চ শিক্ষায় আগ্রহী, গবেষণাধর্মী ক্যারিয়ার গড়তে বদ্ধপরিকর ও গবেষণা শিখতে ইচ্ছুকদের জন্যে কার্যকর ভূমিকা রাখবে বলে কোর্স সমন্বয়কগণ জানিয়েছেন। রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকায় আগ্রহী প্রাথীরা প্রতিষ্ঠানের ফেসবুক পেইজ (fb.com/cgpabd) থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। অনলাইন কোর্স সম্পন্ন শেষে প্রশিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে বলে প্রতিষ্ঠান থেকে জানানো হয়।