সোমবার, মার্চ ২৪, ২০২৫

‘বঙ্গবন্ধু পররাষ্ট্র ক্ষেত্রে জাতীয় স্বার্থ সমুন্নতকরণে স্বর্ণোজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন’

পাঠক প্রিয়

শনিবার, ২৮ আগস্ট, ২০২১ তারিখে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ওয়েবেনার জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। ড. কলিমউল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পররাষ্ট্র ক্ষেত্রে জাতীয় স্বার্থ সমুন্নতকরণে স্বর্ণোজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বদেশ প্রত্যাবর্তন করেই তিনি দেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। “সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়” মর্মে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতির দর্শন ঘোষণা করেন। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য কোন রাজনৈতিক ব্লকে যোগদান না করে বরং জাতিসংঘসহ বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভের উদ্যোগ গ্রহণ করেন।

আজকের আলোচনায় দিনাজপুর থেকে সূচনা বক্তব্য প্রদান করেন গোলাম মুর্শেদ। তিনি বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করেন।

শোকাবহ আগস্ট উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর সহকারী অধ্যাপক, ও বঙ্গবন্ধু গবেষক এম এম আসাদুজ্জামান নূর। তিনি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ভাবনা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিয়েছেন।

চাঁদপুর থেকে সংযুক্ত হয়ে মোঃ মাসুদ আলম মিল্টন বলেন, জানিপপ-এর মাসব্যাপী অনুষ্ঠান বঙ্গবন্ধুকে গভীরভাবে জানতে সহায়তা করেছে। তাঁর বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় বক্তব্য রাখার মাধ্যমে বাংলাকে বৈশ্বিক পরিমন্ডলে পরিচিত করান।

জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার, লেখক, ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান বঙ্গবন্ধুর অর্থনৈতিক সংস্কার নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। জনাব রহমান বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে সমৃদ্ধ ও শক্তিশালী করার জন্য পরিকল্পনা কমিশন গঠন করার পাশাপাশি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেন। এছাড়াও তিনি পাট, বস্ত্র, চিনিকলসহ বিভিন্ন শিল্পের জাতীয়করণ করেন। ৬টি ব্যাংক প্রতিষ্ঠা করে তিনি ব্যাংকের জাতীয়করণ করেন। এছাড়াও তিনি ২৫ পয়সা, ১/-, ৫/-, ১০/-, ৫০/-, ও ১০০/- টাকার নোট প্রচলন করার মাধ্যমে দেশের মুদ্রা ব্যবস্থাকে শক্তিশালী করেছেন।

জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও কুমিল্লা আতাকরা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মোঃ কামাল উদ্দিন বলেন, দেশকে ভালবাসতে হলে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারকে ভালবাসতে হবে। ১৫ ও ২১ আগস্ট এর ঘাতক এবং তাদের উত্তরসূরীদের প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

চট্টগ্রাম থেকে সংযুক্ত ছিলেন তরুণ ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ অরভিন সাকিব ইভান। তিনি বলেন, বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। এছাড়াও জাতির পিতা ১৯৬৬, ১৯৬৯, ও ১৯৭১ সালের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে তিনি আহ্বান জানান। দৈনিক দেশ রুপান্তর পত্রিকার রিপোর্টার জনাব আব্দুল্লাহ আল তোফায়েল বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

সর্বশেষ সংবাদ

জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিই দিতে পারে বাসযোগ্য শহরের নিশ্চয়তা

বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক), সেন্টার ফর...

ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার আরডিএস কর্মকর্তাদের কর্মশালা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস)-এর কেন্দ্র প্রধান ও সহকারি কেন্দ্র প্রধানদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি স্থানীয় একটি কমিউনিটি...

শিক্ষা উপদেষ্টার সঙ্গে ববি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর দেড়টায়...

কমলগঞ্জে জামায়াতে ইসলামির উদ্যোগে বিনা লাভের দোকান

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কমলগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনা লাভের দোকান ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পবিত্র মাহে-রমজান উপলক্ষে মৌলভীবাজারের...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার, ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে সভাপতিত্ব...

জনপ্রিয় সংবাদ

সিভি এবং চাকুরী আবেদনের কিছু প্রয়োজনীয় টিপস

মানবসম্পদ বিভাগে কাজ করার বদৌলতে প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখে পরতে হয়। যার অধিকাংশই আসে সিভিকে কেন্দ্র করে। আমি সিরিজ আকারে সিভি এবং ক্যারিয়ার...

মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে তুরাগ থানা ছাত্রলীগ

তুরাগ থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আরিফ হাসান জানায়, গত ১১-০৮-২০২০ তারিখে ’আমার প্রাণের বাংলাদেশ’ নামক পত্রিকার অনলাইন সংস্করণে ‘রাজধানীর উত্তরা যুবলীগ নেতা নাজমুল হাসান...

 ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পদে নিয়োগ জোরদার করলো মেটলাইফ বাংলাদেশ

ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যোগদানে আগ্রহী প্রার্থীদের জন্য ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম উন্মোচন করেছে মেটলাইফ বাংলাদেশে। অনন্য এই ডিজিটাল প্ল্যাটফর্ম আগ্রহী প্রার্থীদেরকে বাসা থেকেই ওয়েবসাইটের মাধ্যমে...

২৩ কোটি বছরের পুরনো হিরকখণ্ড উদ্ধার!

দেখতে কি সুন্দর হিরকখণ্ডটি । শুক্রবার রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরক খণ্ডটি। এখনও স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ...
Verified by MonsterInsights