২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৪তম জন্মদিন। এ উপলক্ষে রূপালী ব্যাংকে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার বাদ আসর ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, মহাব্যবস্থাপকগণ, উপ-মহাব্যবস্থাপকগণ ও সিবিত্র নেতৃবৃন্দসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।