পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ সম্প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তরাধীন সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণার্থে গঠিত সং¯’া “আলোর পথে”কে ১.৫(দেড়) কোটি টাকা অনুদানের চেক হ¯’ান্তর করেছে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ফাহিম আহমদ ফারুক চৌধুরী ও রানা লায়লা হাফিজ এবং ব্যাংকের ব্যব¯’াপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী। এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যব¯’াপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যব¯’াপক এরশাদুল হক, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও মহাব্যব¯’াপক এ এস সিরাজুল হক চৌধুরী, সিলেট পূর্ব অঞ্চল প্রধান জিয়াউল হক চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চল প্রধান মো: মসিউর রহমান খান, আলোর পথে সং¯’ার সচিব মোস্তফা শাহ জামানসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপ¯ি’ত ছিলেন।