ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব কাজী সানাউল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার
। ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ (বুধবার) সকাল ১০.৩০ টায় নিকুঞ্জের ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় পুঁজিবাজারের প্রয়োজনীয় পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এরপর ড. আক্তার ডিএসই ট্রেনিং একাডেমীর বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ ও জনসংযোগ কর্মকর্তা ও নির্বাহী প্রেসিডেন্ট এর একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) জনাব খালেদা জেসমিন মিথীলা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।