বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে দুর্যোগকালীন সময়ে ঠাকুরগাঁওয়ের প্রতিবন্ধী,হরিজন, বিধবা, বয়স্কসহ অন্যান্য পেশার অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা সমাজসেবা কার্যালয়।
এই উপলক্ষে শুক্রবার জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম, বিয়াম স্কুল ও ইসলাম নগর উচ্চ বিদ্যালয় চত্বরে পৃথক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোছা. সাঈয়েদা সুলতানা।