সোমবার, অক্টোবর ২, ২০২৩

চলে গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়

পাঠক প্রিয়

আলোর উৎসবের মধ্যে ছেয়ে গেল অন্ধকার। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়। শনিবার ১২টা ১৫ মিনিটে বাংলা চলচ্চিত্র জগতের এক অধ্যায়ের অবসান ঘটলো।

জগত বরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের ছবিসহ তিনি দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো অপুর সংসার, চারুলতা, অভিযান, অরণ্যের দিনরাত্রি, অশনিসংকেত, সোনার কেল্লা, জয় বাবা, ফেলুনাথ হীরক রাজার দেশে, ঘরে বাইরে, গণশত্রু, গণদেবতা ঝিন্দের বন্দী। তিন ভুবনের পারে, ক্ষুধিত পাষাণ, ইত্যাদি।

অক্টোবর মাসের ৬ তারিখের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এক মাসের বেশি সময় হাসপাতালের জীবনের সঙ্গে যুদ্ধ করার পর জীবন যুদ্ধে হেরে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে শ্রদ্ধা জানাতে হাসপাতালে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সৌমিত্র বাবুর মেয়ে পৌলোমী বসুর সাথে একান্তে কিছু সময় কাটান পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সৌমিত্র বাবু শেষকৃত্য কলকাতার কেওড়াতলা শ্মশানে সম্পন্ন হবে জানান মমতা।

“সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার বিশেষ শ্রদ্ধা ও প্রীতির সম্পর্ক ছিল। আমাদের আমন্ত্রণে তিনি বঙ্গ বিভূষণ পুরস্কার গ্রহণ করতে নজরুল মঞ্চে যেমন আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন, আবার পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থেকেছেন ।তার সম্মান ও মর্যাদা আন্তরিক ব্যবহারে, তিনি সকল সময় আমাদের চিত্ত স্পর্শ করেছেন । তাঁর মৃত্যু বাংলার জনজীবনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল” বলেন মমতা।

দক্ষিণ কলকাতার হাসপাতাল থেকে সৌমিত্র বাবুর মরদেহ নিয়ে যাওয়া হয় গলফ গ্রীনে তাঁর নিজ বাসায়। তারপরে রবীন্দ্রসদনে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় যাতে সাধারণ মানুষ তাকে শেষবারের মতো সম্মান জানাতে পারেন।

“খুব কষ্ট হচ্ছে …ওনার সাথে আমার এত স্মৃতি, কতকিছু শিখেছি …আজ আমি আমার অভিভাবককে হারালাম” বলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

আজ কলকাতায় কালী পূজার পরের দিন সমাজের সকল স্তরের মানুষ বারবার বলছেন সৌমিত্র বাবুর চলে যাওয়ার মধ্যে তারা অভিভাবকহীন হলেন।

“টলিউডে উনি ছিলেন এক মহীরুহের মতো। আমরা সবাই ছুটে যেতাম কোন সমস্যা হলে ওনার কাছে। অভিভাবক ছিলেন উনি। আমাদের খুব কষ্ট হচ্ছে।”- জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের কাছে সৌমিত্র ছিলেন একজন শিক্ষকের মতো যার কাছে সবাই কিছু না কিছু শিখছেন।

অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন ,সিনেমার সেটে শুটিং করার সময় বাকিরা সবাই অভিনয়ের পাঠ নিতেন ওনার কাছে।

“এত বড় মাপের মানুষ কিন্তু কোনদিন অহংকার করতে দেখিনি ” জানান রঞ্জিত মল্লিক।

সিনেমার সেটে সঠিক সময়ে পৌঁছে যাওয়া, ডিরেক্টরের কথামতো শট দেওয়া এবং সেটে সবাইকে নিয়ে একটা টিমের মতো করে থাকা… সৌমিত্র বাবু চরিত্রের নানা দিক নিয়ে সারা দিন আলোচনা করলেন ,টলিউডের অভিনেতা অভিনেত্রীরা।

আজকের সুপারস্টার দেব মনে করছিলেন কিভাবে টলিউডের সবাইকে নিয়ে চলতেন সৌমিত্র বাবু। “অনেক শিখেছি ওনার কাছে, আমাদের সবার অনেক ক্ষতি হয়ে গেল” বলেন দেব।

 

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি হবে না

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার বলেছেন, ফিলিস্তিনিরা তাদের বৈধ অধিকার পুরোপুরি উপভোগ না করতে পারলে মধ্যপ্রাচ্যে কোন শান্তি হবে...

কিম-পুতিন সম্মেলনের তাৎপর্য

  --- এম এ হোসাইন  গত ১৩ই সেপ্টেম্বর, উত্তর কোরিয়ার নেতা চেয়ারম্যান কিম জং উন বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংকট পরবর্তী তার প্রথম বিদেশ ভ্রমণ শুরু করেন।...

ভারতকে হারিয়ে এশিয়া কাপ শেষ করলো বাংলাদেশ

দুর্দান্ত ব্যাটিং-বোলিং নৈপুন্যে জয় দিয়ে এশিয়া কাপ শেষ করলো বাংলাদেশ। আজ সুপার ফোর পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ৬ রানে হারিয়েছে আগেই ফাইনাল নিশ্চিত করা...

এ্যাসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব গঠিত

গঠিত হলো বাংলাদেশের বেতার শ্রোতা ক্লাব প্রতিনিধিদের নিয়ে এ্যাসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ (এআরএলসিবি) এক আনন্দঘন, উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকায় "এ্যাসোসিয়েশন অব রেডিও...

ঢাকা-দিল্লী সম্পর্ক আরও জোরদারে শেখ হাসিনা-মোদির ঐকমত্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ একটি দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে...

জনপ্রিয় সংবাদ

সিভি এবং চাকুরী আবেদনের কিছু প্রয়োজনীয় টিপস

মানবসম্পদ বিভাগে কাজ করার বদৌলতে প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতার সম্মুখে পরতে হয়। যার অধিকাংশই আসে সিভিকে কেন্দ্র করে। আমি সিরিজ আকারে সিভি এবং ক্যারিয়ার...

মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে তুরাগ থানা ছাত্রলীগ

তুরাগ থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আরিফ হাসান জানায়, গত ১১-০৮-২০২০ তারিখে ’আমার প্রাণের বাংলাদেশ’ নামক পত্রিকার অনলাইন সংস্করণে ‘রাজধানীর উত্তরা যুবলীগ নেতা নাজমুল হাসান...

 ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পদে নিয়োগ জোরদার করলো মেটলাইফ বাংলাদেশ

ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে যোগদানে আগ্রহী প্রার্থীদের জন্য ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম উন্মোচন করেছে মেটলাইফ বাংলাদেশে। অনন্য এই ডিজিটাল প্ল্যাটফর্ম আগ্রহী প্রার্থীদেরকে বাসা থেকেই ওয়েবসাইটের মাধ্যমে...

২৩ কোটি বছরের পুরনো হিরকখণ্ড উদ্ধার!

দেখতে কি সুন্দর হিরকখণ্ডটি । শুক্রবার রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরক খণ্ডটি। এখনও স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ...