দেশের শীর্ষ¯’ানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি সম্প্রতি ৪.৫ জি ইন্টারনেট ডাটা বান্ডেল প্যাকের সাথে ক্লাউড-ভিত্তিক মাইক্রোসফট ৩৬৫ সফটওয়্যার এবং মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন ই-মেইল সেবা চালু করেছে। এই সেবার আওতায় গ্রাহকরা ওয়ার্ড, এক্সেল, আউটলুক, মাইক্রোসফট টিমস, ওয়ানড্রাইভ স্টোরেজ এবং প্রয়োজনীয় সুরক্ষাসহ বিজনেস ক্লাস ইমেইলের মতো জনপ্রিয় মাইক্রোসফট ৩৬৫-এর অরজিনাল সেবাগুলো উপভোগ করতে পারবেন।
অফারগুলো চালু করতে একটি ইন-হাউজ প্রমোশনাল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে রবি। গুলশানে কোম্পানিটির কর্পোরেট অফিসে প্রমোশন ক্যাম্পেইনটির উদ্বোধন করেন রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো: আদিল হোসেন। এ সময় তিনি বলেন, এন্টারপ্রাইজ এবং এসএমই গ্রাহকের হাতে ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়েছে রবি। সেই লক্ষ্য পূরণের অংশ হিসেবেই আমরা এই মাইক্রোসফট ক্লাউড-ভিত্তিক সফটওয়্যার ও সেবা নিয়ে আসলাম।
মাইক্রোসফট ৩৬৫ প্যাকেজগুলিতে রয়েছে রবির ২ জিবি থেকে ৮ জিবি ডেটা প্যাক যা দিয়ে গ্রাহকরা নিশ্চিন্তে অরিজিনাল মাইক্রোসফট অ্যাপ্লিকেশন ও সেবাগুলো উপভোগে করতে পারবেন। সেবাগুলো সম্পর্কে আরও তথ্য পেতে গ্রাহকরা কল করতে পারেন ১২১ অথবা ই-মেইল করতে হবে
রবি সম্পর্কে:
এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি আজিয়াটা গ্রæপ বারহাদ (মালয়েশিয়া) এবং ভারতী এয়ারটেলের (ভারত) একটি যৌথ উদ্যোগ হ”েছ রবি আজিয়াটা লিমিটেড (রবি)। কোম্পানিটির সিংহভাগের মালিকানা আজিয়াটার। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।