মসধরষ.পড়সজাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, শরীয়তপুর-২ আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী, মহান মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। আজ সোমবার (১৬ নভেম্বর, ২০২০) সকাল সাড়ে ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অব¯’ায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এক শোক বার্তায় বেরোবি ভাইস-চ্যান্সেলর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বিবৃতিতে প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে সদ্য প্রয়াত শওকত আলীর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন বঙ্গবন্ধুর আদর্শের বিশ^স্ত সৈনিক ও দেশপ্রেমিক প্রবীণ জননেতাকে হারালো।