করোনায় ক্ষতিগ্রস্হদের জন্য ঈদের শুভেচ্ছা হিসাবে প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশন (পিএসএফ) এর উদ্যোগে রবিবার আশুগঞ্জ উপজেলার তারুয়ায় ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয় রয়েছে । এর মধ্যে রয়েছে চাল,ডাল ছাড়াও সেমাই, চিনি ও গুড়া দুধ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। এ সময় উপস্থিত ছিলেন তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান বাদল সাদির, আশুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমামান্ডার কাইউম সাদির, রোটারি ক্লাব অব আশুগঞ্জ এর সভাপতি সাইফুল ইসলাম বাবুল,আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাফী হোসেন,শাহীন আলম,ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক তরুণ মিয়া প্রমুখ।
অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি গত দুইমাস যাবৎ আশুগঞ্জে অবস্থান করে জনগণের সেবায় সাধ্যমত সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান। তিনি জাতির এই দুর্যোগে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। -প্রেস বিজ্ঞপ্তি