গঠিত হলো বাংলাদেশের বেতার শ্রোতা ক্লাব প্রতিনিধিদের নিয়ে এ্যাসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ (এআরএলসিবি)
এক আনন্দঘন, উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকায় “এ্যাসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ”(এআরএলসিবি)’র আত্মপ্রকাশ হলো। বাংলাদেশের বিভিন্ন জেলায় হাজারো শ্রোতা ক্লাব এবং শ্রোতা রয়েছে, সকল আগ্রহী শ্রোতা ক্লাব ও শ্রোতাদেরকে একত্রিত করে এক ছাতায় নিয়ে আসা আর বিভিন্ন আন্তর্জাতিক বেতার ও বাংলাদেশ বেতারের প্রচারনা, শ্রোতা সংখ্যা বৃদ্ধি এবং তাদের ক্লাব কার্যক্রমের প্রচারনার পাশাপাশি সামাজিক নানা কার্যক্রমে অংশগ্রহণ করাই এই এ্যাসোসিয়েশন এর মূল লক্ষ্য৷

এ্যাসোসিয়েশন গঠনের নিমিত্তে আহবায়ক কমিটির পক্ষে ডি-এক্সার শাহাদত হোসেন এর সভাপতিত্বে প্রথম পর্বের আয়োজন শুরু হয় সকাল ১১টা ২০ মিনিটে৷ সারা দেশ থেকে আগত ৪০ জন শ্রোতা ক্লাব প্রতিনিধির আসন গ্রহনের পর ক্ষুদে শ্রোতা সোহেল মুরাদ স্নিগ্ধর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়৷ শ্রোতা ক্লাব প্রতিনিধিদের সংক্ষিপ্ত পরিচিতি পর্বের পরে এ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্য, লক্ষ্য, কার্যক্রম এবং কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করেন কিশোরগঞ্জের শাহাদত হোসেন, ঢাকার প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন, ঢাকা সেনানিবাসের সোহেল রানা হৃদয়, সিলেটের মোঃ চাঁন মিয়া এবং ঝিনাইদহের মোঃ সাজ্জাদ হোসেন রিজু৷
সংগঠনের নাম “এ্যাসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ” (এআরএলসিবি) নামকরনের ব্যাপারে উপস্থিত শ্রোতা সংগঠকদের মতামত গ্রহণ করা হয়৷ সকল উপস্থিত শ্রোতা ক্লাব প্রতিনিধি এবং রেজিস্ট্রেশনকৃত অনুপস্থিত অধিকাংশ শ্রোতাদের মতামতের ভিত্তিতে সংগঠনের নাম “এ্যাসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ” নির্ধারণ করা হয়৷
সংগঠনের নামকরণ এবং সংগঠনটি গঠনের ব্যাপারে বিস্তারিত মতামত তুলে ধরেন গাইবান্ধার আমিনুল ইসলাম রানা, বগুড়ার আনোয়ার পারভেজ, শরিয়তপুরের সাইদুর রহমান সাফিন, ফরিদপুরের এম জামাল আহম্মেদ সুবর্ণ এবং যশোরের শ্রোতাবন্ধু মুজিবুল হক৷
পরবর্তী পর্বে আহবায়ক কমিটির পক্ষ থেকে সবার সন্মতিক্রমে প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন নবগঠিত “এ্যাসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ” এর কার্যকরী কমিটির সভাপতি হিসেবে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারী কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, রেডিও তেহরান বাংলা বিভাগের মনিটর, প্রখ্যাত ডি-এক্সার মোঃ শাহাদত হোসেনকে সভাপতি ঘোষণা করেন৷ এরপর নব্য সভাপতি উপস্থিত সকল শ্রোতা ক্লাব প্রতিনিধির সম্মতিতে কার্যকরী পরিষদের অন্য সদস্যদের নাম প্রস্তাব করেন এবং একে একে সদস্য নির্বাচিত হন৷ নির্বাচিত অন্য সদস্যরা হলেন:
সহ সভাপতি: প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন (ঢাকা)
সেক্রেটারী: মোঃ সোহেল রানা হৃদয় (ঢাকা)
সহঃ সেক্রেটারী: মোঃ সাজ্জাদ হোসেন রিজু (ঝিনাইদহ)
সাংগঠনিক সম্পাদক: মোঃ হুসাইন মুসা (নরসিংদী)
সহঃ সাংগঠনিক সম্পাদক: মোঃ চাঁন মিয়া (সিলেট)
মহিলা বিষয়ক সম্পাদক: মোছাঃ রওশন আরা লাবনী (কুষ্টিয়া)
সহঃ মহিলা বিষয়ক সম্পাদক: মিতু ফারিয়া (নরসিংদী)
অর্থ সম্পাদক: মোঃ নাজমুল ইসলাম (চুয়াডাঙ্গা)
সহঃ অর্থ সম্পাদক: এটিএম আতাউর রহমান রঞ্জু (রংপুর)
প্রচার সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ (বগুড়া)
সহঃ প্রচার সম্পাদক: এম জামাল আহম্মেদ সুবর্ণ (ফরিদপুর)
অনুষ্ঠান বিষয়ক সম্পাদক: মুহাম্মদ জহুরুল ইসলাম (জামালপুর) এবং
সহঃ অনুষ্ঠান বিষয়ক সম্পাদক: আমিনুল ইসলাম রানা (গাইবান্ধা)
এছাড়া ৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, যেখান রয়েছেন চুয়াডাঙ্গার বিখ্যাত ডি-এক্সার, প্রবাহ অনলাইন ডট কম পত্রিকার সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, নরসিংদীর প্রবাসী শ্রোতাবন্ধু মোঃ শাহজালাল হাজারী এবং ডি-এক্সার নগরী খ্যাত রাজশাহীর ডি-এক্সার আশিক ইকবাল টোকন৷
আয়োজনে আরো যারা উপস্থিত, ছিলেন সাইদুর রহমান সাফিন (শরিয়তপুর), সাইদুল ইসলাম (লালমনিরহাট), মিনহাজ উদ্দিন (ময়মনসিংহ), মাসুদুর রহমান সোহাগ (চুয়াডাঙ্গা), সিরাজুল ইসলাম (বরগুনা), এম এ জিন্নাহ (ঢাকা) , আসাদ হোসেন (সিলেট), মোহাইমিনুর রহমান (ঝিনাইদহ), ওসমান গনি (ঢাকা), আবু সাঈদ (রাজশাহী), রওশন মুরাদ মুগ্ধ ও সোহেল মুরাদ স্নিগ্ধ (ঢাকা), তাহমিদুল আলম অরিন (নাটোর), তোয়াসিন হাসান (নারায়নগঞ্জ), ওবায়দুল সামি (যশোর), রাশেদ আহম্মেদ (ঢাকা), মোছলিমা আক্তার (ঢাকা), আলো আহম্মেদ (ঢাকা), আফ্রিদা মেহজাহিন জেরিন ও আরিফা আলম দোলন (নাটোর), এসটি তাইজুল ইসলাম (নরসিংদী), খন্দকার এরফান আলী বিপ্লব (ঢাকা), এম আলম (ঢাকা) এবং সুবর্ণ আলোর ছেলে আদর আহম্মেদ সুখ৷