ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির মধ্যে ১ সেপ্টেম্বর ২০২০-এ এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় এআইটির ক্যাম্পাসে। ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা ও এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্ট ড. ইডেন উন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এই দুই প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন স্থাপন করতে সহযোগিতা করেন এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক জয়শ্রী রয়।
এই চুক্তির ফলে ইউল্যাবের শিক্ষার্থীরা এআইটিতে মাস্টার্স ও ইন্টার্নশীপ করার সুযোগ পাবে। এছাড়াও চুক্তির ফলে বিশ্বমানের শিক্ষা পরিবেশ গড়ে তুলতে এবং শিক্ষাদান ও গবেষণার উদ্দেশ্যে শিক্ষক ও কর্মকর্তাদের আদান প্রদান করা যাবে। এই দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথভাবে সভা, সেমিনার ; ওয়ার্কশপসহ নানাবিধ শিক্ষাকার্যক্রম পরিচালনা করার সুযোগও সৃষ্টি হলো।