মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাষ্ট এর উদ্যোগে ও অর্থায়নে দরিদ্র অসহায় ও কর্মহীন নারী-পুরুষদের মাঝে বিনামূল্যে ৩০টি সেলাই মেশিন ও ৩০টি ব্যাটারী চালিত অটোরিক্সা বিতরণ করা হয়।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে উক্ত সেলাই মেশিন ও ব্যাটারী চালিত অটোরিক্সা দরিদ্র, অসহায় ও কর্মহীন নারী-পুরুষদের মাঝে বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাষ্টÑএর প্রতিষ্ঠাতা, যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার জনাব আব্দুল মোমেন-পিপিএম, সম্মানিত অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন যমুনা ব্যাংক এর ব্যব¯’াপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরও উপ¯ি’ত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।