মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মারা পারেননি। সেই কৃতিত্বই এবার অর্জন করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে একই দলের হয়ে ২০০টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন বিরাট।
মোট ম্যাচ খেলার হিসেবে বিরাটের থেকে কিছুটা এগিয়ে মহেন্দ্র সিং ধোনি। কিন্তু মাঝে দু’বছর চেন্নাই সুপার কিংস নির্বাসিত থাকায় পুনের হয়ে খেলেন মাহি। রোহিত মুম্বাইয়ের দলে সুযোগ পাওয়ার আগে ডেকান চার্জাসের হয়েও খেলেছেন। কিন্তু বিরাট আইপিএল শুরু হওয়ার দিন থেকেই আরসিবির সদস্য ছিলেন।
দল যেখানে মোট ২০৪টি ম্যাচ (আইপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে) খেলেছে, সেখানে বিরাট মাঠে নেমেছেন ২০০টি ম্যাচে অর্থাৎ মাত্র ৪টি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। আর গত বৃহস্পতিবার মাঠে নেমেই এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।